উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, করোনা মহামারিতে আক্রান্ত মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে অভিযান চালানো হচ্ছে। এ সময় যাদের মুখে মাস্ক নাই তাদেরকে মাস্ক পরিয়ে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে। এর পরেও যারা নিয়ম অমান্য করে অপ্রয়োজনে বাড়ীর বাহিরে বের হচ্ছে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।