মেহেরপুরের গাংনীতে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। জুয়াড়ীদের নিকট থেকে প্রায় ১৮ হাজার টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। রবিবার বিকালের দিকে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর শাহ আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল চৌগাছা গ্রামের ভিটাপাড়া জামালের ইপিল বাগানে অভিযান চালানো হয়।এ সময় জুয়া খেলা অবস্থায় চৌগাছা বাগান পাড়া গ্রামের নেক মোহাম্মদের ছেলে ফারুক (৩৫), চৌগাছা মসজিদ পাড়া গ্রামের আব্দুল মান্নাফ এর ছেলে গোলাম কিবরিয়া(৫০), চৌগাছা পশ্চিম পাড়া গ্রামের ফজলুল হকের ছেলে তহিদুল ইসলাম(৪৫), চৌগাছা মোল্লা পাড়া গ্রামের বাবুল আলীর ছেলে নজরুল ইসলাম(৩৫), গাংনী ভিটা পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোতালেব হোসেন(৩৫), মুজিবুর রহমানের ছেলে আলিউল ইসলাম(৩০), চৌগাছা পূর্ব পাড়া গ্রামের হোসেন আলীর ছেলে আনিসুর রহমান(৫২)কে গ্রেপ্তার করেন।
এ সময় তাদের নিকট থেকে নগদ ১৭ হাজার ৯’শ টাকা এবং জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানে অন্যদের মধ্যে ডিবির এসআই মুক্ত রায় চৌধুরী(পিপিএম), অজয় কুমার কুন্ডু, এসআই বিশ্বজিৎ,এএসআই হেলাল, মাহাতাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।