গোপালগঞ্জ গত ২৪ ঘন্টায় ৯১ জনের শরীরে কোরোনা শনাক্ত হয়েছে।গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গোপালগঞ্জ গত ২৪ ঘন্টায় ২৭ জুলাই (সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত) ৩২৭ টি নমুনা পরিক্ষায় ৯১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.৮২%। গোপালগঞ্জ জেলায় এ পর্যন্ত ৩২০৫৬ টি নমুনা পরীক্ষায় ৭১২২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট সুস্থ রয়েছে ৬০৬৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৬ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৯৩৪ জন। গত ২৪ ঘন্টায় কোন মৃত্যু নেই। গোপালগঞ্জে এ পর্যন্ত মারা গেছে ৮২ জন।