মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে মোটরসাইকেল এক্সিডেন্টে মো: নুরুল আমিন(১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় শমসের নগর রোডের মনু নদীর পার্শবতী সেলফি ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন শরীফ পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালারায়ের চর গ্রামের হাজী গৌছ আলীর ২য় পুত্র।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় অভার স্পিডে মোটরসাইকেল ড্রাইভ করে শমসেরনগরের দিক থেকে আসছিলো ঘটনাস্থলে যখন আসে তখন কন্ট্রোল হারিয়ে ব্রিজ সংলগ্ন রাস্তার পাশের গাড পিলারের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক ভাবে আহত হয়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ক্যামেলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তারা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন সেখানে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৌলভীবাজার সদর হাসপাতালে লাশ রয়েছে, এবং সেখানে পুলিশও উপস্থিত হয়েছে লাশ ময়নাতদন্ত করা হবে কি না এখনও সিদ্ধান্ত হয়নি।