করোনার এই মহামারিতে যখন ভুগছে পুরো জাতি ঠিক তখনই মেহেরপুর জেলাবাসির পাসে দাড়িয়েছে মেহেরপুর জেলা বিএনপি।
এরই পরিপেক্ষিতে গতকাল সোমবার থেকে মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি জননেতা জনাব মাসুদ অরুণ নির্দেশনায় ও মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আরজুল্লাহ বাবলু ভাইয়ের সহযোগীতায় মেহেরপুর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শেখ রাশিদুল ইসলাম রাজন সহ একটি চার সদস্যের টিম স্বাস্থ্যবিধি মেনে ফ্রী করোনা টিকা নিবন্ধন ও মাক্স বিতরণ কার্যক্রম অনুষ্টিত করেন।
মেহেরপুর জেলার বিভিন্ন স্তানে এই কার্যকম পরিচালনা করেন ৪ সদস্যের এই টিম,এরই পরিপেক্ষতে আজ ২য দিন দরবেশপুর গ্রামে ফ্রী করোনার টিকা নিবন্ধনের কর্মসূচি পালন করেন।
তারা আমাদের জানান আসহায় মানুষের সেবায় আমরা নিয়োজিত আছি,থাকব।তারা আরও জানান আজ দরবেশপুর গ্রামে ফ্রী করোনার নিবন্ধন করলাম। কোন নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে ইনশাআল্লাহ।