গুলবাগপুর গ্রামের শরিফুল ইসলাম (কারিগর) এর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। সুত্রে জানা যায় আজ (২৭ শে জুলাই) মঙ্গলবার যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গুলবাগপুর গ্রামের নজরুল ইসলাম (নজু)এর পুত্র শরিফুল ইসলাম (কারিগর) এর স্ত্রী মমতাজ খাতুন (১৮) বিকালে ঘরের বাঁশের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে ( ইন্না-লিল্লাহ —-রাজিউন)।
ভিকটিমের স্বামী শরিফুল ইসলাম( কারিগর) বলেন প্রতিদিনের ন্যায় ভ্যান নিয়ে কাজের খোঁজে যান বিকালে বাসায় এসে অনেক ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে ঘরের ভিতর তাকিয়ে দেখতে পাই স্ত্রী ঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুলে আছে। পরে স্বামী শরিফুল ইসলাম এর আত্ম চিৎকারে এলাকার লোক এসে দরজা খুলে নিচে নামায়। কয়েক মিনিট ব্যবধানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে আত্মহত্যার সু নির্দৃষ্ট কোন কারণ জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি অত্র বাড়িতেই আছে এবং ঝিকরগাছা থানায় মোবাইল ফোন মারফত জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে এলাকাবাসী।