গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে মারা গেছেন ৭জন। তার মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গে একজন রয়েছেন।যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আরএমও ডা.আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী। উপসর্গে মারা গেছেন একজন নারী। তাদের বয়স ৩০ থেকে ৭০ বছরের মধ্যে।যশোর জেনারেল হাসপাতালের রেজিস্ট্রার থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়। এদিকে বুধবার যশোরে গত ২৪ ঘন্টায় ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৬৫জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪শতাংশ। বর্তমানে যশোর ২৫০শয্যা জেলারেল হাসপাতালে ভর্তি আছে ১৪৪জন।