স্বেচ্ছাসেবকলীগ যশোর সদর উপজেলার ১৪ নম্বর নরেন্দ্রপুর ইউনিয়ন শাখার পুর্নাঙ্গ কমিটি বুধবার গঠন করা হয়েছে। নাজমুল হোসেনকে সভাপতি ও মশিয়ার রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেন যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু ও সাধারন সম্পাদক আবু সিদ্দিক। আগামী ৩ বছরের জন্য এ কমিটিকে অনুমোদন দেয়া হয়।এদিকে, নবনির্বাচিত সভাপতি মো. নাজমুল হোসেন ও সাধারন সম্পাদক মো. মশিয়ার রহমানসহ কমিটির সকল সদস্য কে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।