১ বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হল এর নাম কি?-মনিহার (যশোর)
২. বারো ভূঁইয়াদের অন্যতম ভূঁইয়া রাজা প্রতাপাদিত্যের জমিদারি ছিল কোন জেলায়?- যশোর
৩. ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোন দেশে?-ভারতে
৪.বাংলাদেশের প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় কত সালে?-১৯৬৪
৫. পৃথিবীর দীর্ঘতম নীলনদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহমান?-১১
৬.জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপ কোনটা?-কুরিল দ্বীপপুঞ্জ
৭. টেরাকোটা কোন শব্দ?-ল্যাটিন শব্দ
৮. মহাবীর আলেকজান্ডারের শিক্ষক ছিলেন কে?- এরিস্টটল
৯. ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণ দেন আব্রাহাম লিংকন যার স্থায়িত্ব ছিল কত মিনিট?-২ মিনিট
১০. বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে?- শশাঙ্ক
বিশেষ দ্রষ্টব্য: নিয়মিত সাধারণ জ্ঞান অর্জন করতে কপোতাক্ষ নিউজ এর সাথেই থাকুন।