ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৮০ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে।২৯ জুলাই ( বৃহস্পতিবার) সকালে কপোতাক্ষ নিউজ এর প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা.মাহফুজার রহমান সরকার।
এ সময় মাহফুজার রহমান বলেন,গেল ২৪ ঘন্টায় জেলায় ২৩৪টি নমুনা পরীক্ষা করে ৮০ জনের দেহে করোনার চিহ্ন পাওয়া গেছে।এই দিন জেলায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের প্রাণহানী হয়েছে।তাদের মধ্যে সদর উপজেলার ২ জন ( ৬০ এবং ৩২ বছর, পুরুষ),রানীশংকৈল উপজেলার ১ জন (৪৮ বছর, মহিলা)।
ঠাকুরগাঁও জেলায় এ পর্যন্ত করোনায় সর্বমোট শনাক্ত ৫ হাজার ৮৯৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৩৩১ জন।আর পূর্বের রিপোর্টসহ মোট মৃত্যু ১৬৮ জনে।