নওগাঁর আত্রাইয়ে এক যুবকের মৃত্যু বিষধর সাপের কামড়ে
মোঃ ফিরোজ হোসাইন, রাজশাহী ব্যুরো
আপডেটঃ
শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
১১৪
বার পড়া হয়েছে
নওগাঁর আত্রাইয়ে এক যুবকের মৃত্যু বিষধর সাপের কামড়ে সম্রাট হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে । সে উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের কাজি আনোয়ার হোসেন লিটনের ছেলে।জানা যায়, সম্রাট গত বুধবার দিবাগত রাতে নিজ শয়ন কক্ষে ঘুমাচ্ছিল। রাত প্রায় দেড় টার দিকে বিষধর সাপ তার পায়ে দংশন করে।
এ সময় সে সাপের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সে মারা যায়।