রাজগঞ্জের কাজিপুর উপজেলার চরভানুডাঙ্গা (আদর্শ গ্রাম) জান্নাতুল মাওয়া কবরস্থানের শুভ উদ্বোধন।আজ শুক্রবার বাদ আছর গ্রামের সকল শ্রেণির মানুষজনকে নিয়ে চরভানুডাঙ্গা আদর্শ গ্রাম জান্নাতুল মাওয়া কবরস্থানের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি ও চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।
ওই এলাকাবাসী সূত্রে জানা গেছে, চরভানুডাঙ্গা আদর্শ গ্রামে কোন কবরস্থান ছিলনা। তাই ৬ শতক জমির উপর শুরু হলো ওই নতুন কবরস্থান। আরো ১২ শতক জমি প্রক্রিয়াধীন।