ভালবাসার শুধুই করেছো অভিনয়
ভালবাসি বলে প্রিয়া
শুধুই দিলে কাটার আঘাত,
ফোটন্ত গোলাপের সুভাস নিলে শুধুই তুমি ।
কত যে অভিযোগ য করলে তুমি
ভালবাসায় হলাম অপরাধী আমি।
প্রিয়া ভালবাসি ভালবাসি বলে
কাছে এসে ছলনা করাই বুঝি
সবাব মেয়েদের সেটা শেখালে তুমি,
ভালবাসায় এতো ব্যাথা
বুঝিনি আগে আমি ।
ভালবাসি বলে আফসার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আসিলে প্রিয়া
আমায় দেখে একটু হাসিলে
সেতো হাসির প্রেমে পড়ে
হলো যে আমার ভালবাসার ফাসি।