মনের আশা ভালবাসা
দেব সবারে।
পশু পাখি, জীব জানোয়ার
সবারে দেব।
কেউ যেন বলতে পারেনা
মানুষ হইয়ে।
জুলুমও করেছে তারা,
মোদের উপরে।
পশু পাখির খাবার দেব
ভাই বোনদের সাথে দেব
গরিব লোককে দান করিব,
থাকবে আরামে।
মনের আশা ভালবাসা
দেব সবারে।
শিক্ষা শিখে আলো দেব,
জ্ঞানী হয়ে বিদ্যা দেব,
মানুষ হইয়া মহৎ হবো।
আল্লাহর কোরআন সাথে রাখব।
ভেবেছি তবে।
মনের আশা ভালবাসা।