সুন্দরবন প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার ৩য় বর্ষে পদার্পণ উদযাপণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় এ উপলক্ষ্যে সুন্দরবন প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় সুন্দরবন প্রেসক্লাবের উপদেষ্টা এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামি, দৈনিক সুপ্রভাত প্রতিনিধি সুন্দরবন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জি এম মাসুম বিল্লাহ, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা গাবুরা প্রতিনিধি আল-হুদা মালী,সুন্দরবন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক বিলাল হোসেন,
, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বকুল, সমাজসেবিকা নিপা চক্রবর্তী, সুন্দরবন প্রেসক্লাবের সদস্য এসএম সাহেব আলি,জি এম রুস্তম আলী সহ অনেকে। অনুষ্ঠানে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা উত্তরোত্তর শুভ কামনা করেন উপস্থিত অতিথিবৃন্দ।