আফজাল হোসেন চাঁদ : দেশের জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ১৯-২৩ মে ২০২২ পর্যন্ত ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২ শুরু হয়েছে। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে যশোরের ঝিকরগাছায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর উদ্বোধন ও যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান এর স্বীকৃতি লাভ। রবিবার সকাল সাড়ে ১০টায় পৌরসদরের পারবাজারস্থ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসানের সঞ্চালনার মধ্যদিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, মেডিকেল অফিসার ডাঃ প্রতাপ, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মোঃ ছালাউদ্দিন, ঝিকরগাছা প্রেসক্লাব সভাপতি এমামুল হাসান সবুজ ও সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের স্কল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, সাংবাদিকবৃন্দ ও মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া ব্যক্তিবর্গ।
ডাঃ কাজী নাজিব হাসান
উল্লেখ্য, ঝিকরগাছা উপজেলা ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের প্রবেশমুখে নামজারির প্রবাহচিত্র স্থাপন করার ব্যবস্থা গ্রহণ, প্রদত্ত সেবা সমূহের ব্যানার ও প্ল্যাকার্ড স্থাপন করার উদ্যোগ গ্রহণ, এবং ডিসিআর ও খতিয়ান প্রদান ইত্যাদি সেবাসমূহ অনলাইনে প্রদানের ব্যবস্থা গ্রহণ করে অনলাইন শুনানীতে সারাদেশে মধ্যে ঝিকরগাছা প্রথম হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান কে রবিবার বিকালে স্বীকৃতি লাভ’র ক্রেস তুলে দেন জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান।