সুন্দরবন খুলনা রেঞ্জের স্মার্ট টিম-১ সপ্তাহ ব্যাপী অভিযান চালিয়ে ১৩ টি ডিঙ্গি নৌকা অবৈধ জাল সহ কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করেছে। জানা গেছে, সুন্দরবন খুলনা রেঞ্জের স্মার্ট টিম-১ টিম লিডার জহিরুল ইসলামের নেতৃত্বে গত ২৪ জুলাই হতে ৩০ জুলাই সপ্তাহ ব্যাপী খুলনা রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সকল নৌকা সহ অবৈধ জাল কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধারকৃত নৌকা ও মালামালের ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসএিফ) মোঃ আবু সালেহ বলেন, সুন্দরবনে স্মার্ট টিমের অভিযান অব্যাহত রয়েছে। স্মার্ট টিমের অভিযানে সুন্দরবনের অপরাধ প্রবনতা অনেক কমে গেছে। এটি চলমান থাকবে বলে তিনি জানান।