– ভাই
এই নগর জনপদে পথ ভুলে এসেছি -তাই
কত যে বিচিত্র এ দেশ আপন- কেহ নাই
সবাই করে নদীর মতো ভাঙ্গা গড়ার- খেলা
দিনে রাজা রাতে প্রজা করেন খেলা -সাঁই?
ঢেউ বয়ে যায় নদীর বুকে দেখি নদীর -খেলা
ভরা নদী সকালে বিকেল বেলা -নাই চর জাগা দুপুরে গাঙশালিখ দের-
মেলা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো -ভাই
সকালে রাজা যিনি ফকির সন্ধ্যা -বেলা?
ভাটির দেশে জোয়ার-ভাটা এটাই নদীর – খেলা
এই পৃথিবীর পথ ভোলা আমরা সবাই -নাবিক
সময় থাকতে কূল না পেলে অস্ত যাবে -বেলা
নোঙর ফেলার আগেই লক্ষ্য করো
-ঠিক।।

কবি জিএম মুছা