আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছায় নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পেন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ডা. রশীদ রায়হান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৪০জন যুব মহিলাদের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়।