রবিবার সকালে মোল্লা আজাদ সরকারি কলেজ থেকে মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মোল্লা আজাদ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অমিত কুমারের সভাপতিত্বে সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আক্কাস আলী, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহদী মসনদ স্বরুপ,সাধারন সম্পাদক হুমায়ন কবির সোহাগসহ ছাত্রলীগের নেতাকর্মী। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি ।বক্তারা প্রধানমন্ত্রীকে কুরুচিপূর্ণ মন্তব্যকারী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিচার দাবি করেন।