পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরীঃ– চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের নৌকা প্রতীকেরপ্রার্থী মামুনুর রশিদ রাসেলের মনোনয়ন গতকাল রবিবার সুপ্রীম কোর্টের চেম্বার আদালত স্থগিত করেছেন। চেম্বার আদালত আগামী ৬ জুন পর্যন্ত স্থগিত করে পূর্ণাঙ্গ শুনানীর জন্য দিন ধার্য্য করেছে। জানা গেছে, আগামী ১৫ জুন উপজেলার ছনহরা ইউনিয়নের উপ-নির্বাচন। এ
নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ রাসেল, স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতী, স্বতন্ত্র প্রার্থী মো.
সাহাবুদ্দিন ও জাহেদুল হক। মনোনয়ন যাচাই বাছাইয়ে ঋন খেলাপীর কারণে নৌকা প্রতীকের প্রার্থী রাসেলের মনোনয়ন বাতিল হয়। পরে রাসেল চট্টগ্রাম জেলা নির্বাচন আপিল ট্রাইবুনালে আবেদনও মনোনয়ন বাতিল বহাল রাখা হয়। পরে হাইকোর্টে রিট আবেদন করলে গত ২৫ জুন শুনানী শেষে নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেন। এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আবদুর রশিদ দৌলতী চেম্বার আদালতে আপিল করেন। রবিবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছে বলে সুপ্রীম কোর্টের এডভোকেট মোহাম্মদ আলী আজম নিশ্চিত করেছেন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রশিদ দৌলতী জানিয়েছেন, সুপ্রীম কোর্টের চেম্বার আদালত নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়ন স্থগিত করে তা আগামী ৬ জুন শুনানীর দিন তারিখ ধার্র্য্য করেছে। শীঘ্রই বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপ নির্বাচনের রির্টানিং কর্মকর্তাকে জানানো হবে।