টাংগাইলে বাসাইল উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনে উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
বাসাইল উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার নূর মোহাম্মদ ইব্রাহিম খলিল এর সভাপত্বিতে এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম মিয়া, ছিলেন বাসাইল উপজেলা মডেল কেয়ারটেকার মোঃ রাশেদুল ইসলাম, সাধারণ মডেল কেয়ারটেকার মোঃ ইয়াছিন আলী খান, এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাসাইল উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।