বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় কয়েকদিনের টানা ভারী বর্ষনে,হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন,সাধারণ মানুষের দাবি পর্যাপ্ত পানি নিষ্কাসনের ব্যবস্হা না থাকায় সঠিক ভাবে পানি নিষ্কাসন হচ্ছে না,তাই কয়েক দিন যাবত হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। বিষয়টি আজ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের সুইচ গেট সহ পানি বন্দি এলাকা সরেজমিনে পরিদর্শন করেন পাউবো ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাগেরহাট,শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,বেড়িবাঁধ উন্নয়ন কাজে নিয়োজিত সিআইপি ১ এর কর্মকর্তাগন,জনপ্রতিনিধিগন,সাংবাদিক সহ পানি বন্দি এলাকার শত শত মানুষ।এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ দ্রুত পানি নিষ্কাসনের ব্যবস্হা করা হবে বলে জানিয়েছেন।