করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে চলছে সরকার ঘোষিত কঠোর বিধিনিষিধ। এই বিধিনিষেধে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ থাকলেও নানা ‘ছুতো’ দেখিয়ে ঠিকই বগুড়ার নন্দীগ্রামে চলাচলের চেষ্টা করছেন মানুষ। অনেকেই বাইরে বের হওয়ার জন্য ঠুনকো কারণও দেখাচ্ছেন।চলছে ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন। কঠোর বিধিনিষেধ অমান্য করায় বগুড়ার নন্দীগ্রাম ওমরপুর থেকে রনবাঘা হাইওয়েতে শনিবার (৩১ শে জুলাই ) ৪ জন কে ৮০০ টাকা জরিমানা করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত ।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত বলেন,নন্দীগ্রাম ওমরপুর থেকে রনবাঘা হাইওয়েতে ৪ জন কে ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।কেউ বলছেন হাঁটাহাঁটি করতে, কেউ বলছেন নাস্তা খেতে, কেউবা এমনিতেই বের হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে বাইরে বের হওয়া মানুষজন এমন অদ্ভুত কারণ দেখাচ্ছেন। এদের অনেকের মুখেই ছিল না মাস্ক। এছাড়া প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন অলি-গলিতে খোলা রাখা হচ্ছে দোকানপাট।