যশোরের শার্শায় করোনা প্যান্ডেমিকে যে সমস্ত পল্লী উদ্যোক্তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্তর কবলে পড়েছে তাদের জন্য ১ই আগস্ট রবি বার সকাল ১০টার সময় স্বাস্থ্য বিধি মেনে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ এসেছে পল্লীর উদ্যোক্তাদের শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ, এই শ্লোগান ব্যাক্ত করে, এসএমই ঋণ নিয়ে আত্মবিশ্বাসের সাথে ব্যবসায় বিনিয়োগ করে আত্মকর্মসংস্থান গড়ে তুলুন দেশের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখুন, এই প্রতিপাদ্যে রবিবার উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও বিআরডিবি’র আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রণোদনার মধ্যে ছিলো সেলাই মেশিন, সিলিং ফ্যান, হুইল চেয়ার, কৃষি যন্ত্রাংশ, বাইসাইকেল সহ অন্যান্য উপকরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-১ শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর বিআরডিবি কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস ,শার্শা থানার ওসি বদরুল আলম, শার্শা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।