পুষ্টি বিষয়ক বার্ষিক যৌথ পরিকল্পনা তৈরির শেষে সভার সভাপতি ও ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি, সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকরাম ইজারাদার বলেন, ক্রেইন প্রকল্প দীর্ঘদিন আমাদের ইউনিয়নে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে এই প্রকল্প আমাদের ইউনিয়নে সবজির বীজ ও ফলের চারা, নগদ অর্থ ও ছাগল বিতরণ করেছে এবং চলতি মাসে হাঁস বিতরণ করবে। তারা আমাদের ইউনিয়নের হতদরিদ্র গর্ভবতী নারী, পাঁচ বছরের নিচে শিশু ও শিশুর মায়েদের পুষ্টির চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে।আজকে আমরা যে পুষ্টি বিষয়ক বার্ষিক যৌথ পরিকল্পনা তৈরি করেছি সেটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ক্রেইন প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড’র সহযোগিতায় জেজেএস, রুপান্তর ও ওয়াটার এইড’র মাধ্যমে বাগেরহাট জেলার ৪ টি উপজেলা মোংলা, মোল্লাহাট, কচুয়া ও শরণখোলায় বাস্তবায়িত হচ্ছে।