মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃনেত্রকোনার মোহনগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতি গ্রস্তদের মাঝে সরকারী ত্রাণের চাউল বিতরন করা হয়েছে।সোমবার বিকালে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের আশ্রয়ন শিবিরে জায়গা নেওয়া বান বাসী অসহায় মানুষের মাঝে এসব ত্রাণ বিতরন করা হয়। দশ কেজি করে চাউল একশত পরিবারের মাঝে বিতরন করা হয়েছে,এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ছাব্বির আহম্মেদ আকুঞ্জি, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, তাহমিনা আক্তার শান্তা, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল, মোহনগঞ্জ থানার উপপরিদর্শক মমতাজ উদ্দিন প্রমুখ। এ ছাড়াও সুয়াইর ইউনিয়নের আদর্শ নগর সহ উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরন করা হয়েছে।