আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃস্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠান সফল করতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু সাতক্ষীরা পৌরসভা সহ সদরের ১৪ টি ইউনিয়ন ব্যাপী গণসংযোগ অব্যাহত রেখেছেন।
প্রতিদিনই তিনি বিভিন্ন প্রান্তের জনসাধারণের মাঝে পদ্মা ২৫ জুন প্রধান মন্ত্রী মমতাময়ী শেখ হাসিনা কর্তৃক স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠান সফল করতে দলে দলে যোগ দেয়ার আহ্বান জানিয়ে আসছেন।এরই ধারাবাহিকতায় ২২ জুন বুধবার রাতে তিনি সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড এলাকার মিলবাজারে জনসাধারণের মাঝে গণসংযোগ করেন।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।