কোম্পানীগঞ্জ বাজার, মুরাদনগর উপজেলার বহুল পরিচিত একটি জনবহুল বাজার। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত রয়েছে। এই বাজারে নবীনগর রোডের ১০০ মিটার রাস্তায় পানি জমে থাকে যার ফলে সাধারন মানুষ প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে।
উক্ত বাজার থেকে নবীনগর যেতে প্রায় ১০০ মিটার রাস্তার বেহাল দশা। মুরাদনগর উপজেলাটির ব্যপক উন্নয়ন হওয়া সত্যেও এতো সুপরিচিত বাজার হিসাবে এমন দশা থেকে মুক্তি চায় এলাকাবাসী।
যানা যায়, সামান্য বৃষ্টি হলেই জমে যাচ্ছে পানি। নিষ্কাশনের তেমন সুবিধা না থাকায় দীর্ঘদিন পর্যন্ত রয়ে যাচ্ছে, ফলে ভোগান্তিতে পরতে হচ্ছে সাধারণ মানুষের।এ উপজেলার মাননীয় সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) এমপি সাহেব উন্নয়নের রুপকার হিসাবে আখ্যায়িত। তাই এ বাজার সংলগ্ন সর্ব-সাধারনের প্রাণের দাবী অচিরেই যেন এই বেহাল দশা থেকে পরিত্রাণ পায় সে দিকে লক্ষ্য রাখা।
কোম্পানিগঞ্জ বাজারটি মুরাদনগর উপজেলার একটি প্রানকেন্দ্র হিসাবে পরিচিত। এ বাজারে প্রায় ১৩ টি ব্যাংক রয়েছে।এমতাবস্থায় যথাযথ কর্তৃপক্ষ, মুরাদনগর উপজেলা প্রসাশন এবং মাননীয় এমপি মহোদয় কোম্পানীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের কথা ও সাধারন পথচারীদের কথা চিন্তা করে এই রাস্তাটি মেরামত করে দেওয়ার জন্য এলাকাবাসীদের দাবী।