অলিম্পিক পুরুষ ফুটবলের সেমিফাইনালে আজ ব্রাজিলের মুখোমুখি হয়েছিল মেক্সিকো। এই ম্যাচে উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল।
ব্রাজিল এবং মেক্সিকোর মধ্যকার এই সেমিফাইনালে মেক্সিকোর বিপক্ষে আক্রমনের ঝড় তুলেছিল ব্রাজিল। বেশ কয়েকবারই তারা গোলের খুব কাছে পৌছে গিয়েছিল। কিন্তু প্রতিবারই তাদের হতাশ হতে হয়।
ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। কিন্তু ভিএআরের কল্যানে সেটা বাতিল হয়ে যায়। ব্রাজিলের গোল পাওয়ার পথে বাধা হয়ে দাড়ায় বারপোস্টও। রিচার্লিশনের হেড বারপোস্টে লেগে প্রতিহত হলে গোল পাওয়া হয়নি তাদের।
শুধু তাই নয়, মেক্সিকোর গোলকিপার ওচোয়া ছিল আরেক দেয়াল। মেক্সিকোর গোল পোস্টে রীতিমত দেয়াল হয়ে দাড়িয়েছিলেন তিনি।
তবে মেক্সিকোও পেয়েছিল সুযোগ। ব্রাজিলের গোলকিপার দুর্দান্ত দুটি সেভ করে ব্রাজিলকে রক্ষা করেছিল গোল খাওয়ার হাত থেকে।
নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার অতিরিক্ত ৩০ মিনিটেও কোন দল গোল করতে না পারলে খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম শটে গোল করেন ব্রাজিলের আলভেস। কিন্তু মেক্সিকোর নেয়া প্রথম শট আটকে দিয়ে ব্রাজিলকে এগিয়ে দেন গোলকিপার সান্তোস।দ্বিতীয় শটে গোল করে ব্রাজিলের লিড দ্বিগুন করে ব্রাজিল। কিন্তু দ্বিতীয় শটও মিস করেন মেক্সিকো।তৃতীয় শটে গোল করে ব্রাজিলকে আরও এগিয়ে দেন ব্রুনো গুইমারেস। তৃতীয় শটে গোল পায় মেক্সিকো।চতুর্থ শটে রেনিয়ের জেসুসও ব্রাজিলের হয়ে গোল করলে জয় নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। সেই সঙ্গে চলে ব্রাজিলিয়ানদের উল্লাস।