র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান , গ্রেফতারকৃতরা সবাই জুয়ায় আসক্ত। প্রতিদিন তারা জুয়ার আসর বসায়। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফাতারের সময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস ও নগদ ১২হাজার ১০টাকাসহ গ্রেফতার জব্দ করা হয়।
তিনি আরো জানান, জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় প্রচলিত আইনে মামলা করে হস্তান্তর করা হয়েছে।