খুলনার কয়রা উপজেলায় রক্ত শুন্যতা সমস্যায় এক অসহায় নারীকে রক্ত দিতে এগিয়ে এসেছে ইনিশিয়েটিভ ফর কোষ্টাল ডেভেলপমেন্ট (আইসিডি) ৪ আগষ্ট বুধবার উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের এক অসহায় মহিলার শরীরে রক্তশুন্যতা দেখা দিলে কয়রা উপজেলার উপকূলীয় জনপদের
সেচ্ছাসেবী সংগঠন ইনিশিয়েটিভ ফর কোষ্টাল ডেভেলপমেন্ট ( আইসিডি’র) সদস্য নাজমুছ সাকিব তানভীর তার শরীর থেকে অসুস্থ মহিলাকে এক ব্যাগ বি- পজেটিভ রক্ত দান করেন।
সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসায় এলাকর সকল শ্রেনী পেশার মানুষ আইসিডি সদস্যদের সাধুবাদ জানান।