দিনাজপুরের ঘোড়াঘাটে করোনা কালিন সময়ে ঘরবন্ধি অসহায় ৩শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ করেছে বে-সরকারী উন্নয়ন সংস্থা টিএমএসএস। আজ মঙ্গলবার দুপুরে ঘোড়াঘাট টিএমএসএস ভবনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফেউল আলম।
এসময় ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান, পরিচালক- মাহাবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
টিএমএসএস’র যুগ্ন পরিচালক সাজ্জাদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় প্রতিজন মানুষের মাঝে ২০ কেজি চাল, ২ কেজি ডাল,গম, পেঁয়াজ, সোয়াবিন তেল ও ৫ কেজি আলু ও ৫টি সাবান বিতরণ করা হয়।