মা হঠাৎ ছেড়ে গেল
রেখে আমায় দূরে,
বাবাও আমার চলে গেল
মাস চারেক পরে।
বাবা ছিল অসুস্থ তাই
সর্বদা থাকতো চিন্তিত,
বলতো কবর দিও আমায়
এই মাটির সীমান্ত।
মা সেথায় দাঁড়িয়ে থাকতো
সকাল সন্ধা বেলা,
বাবা তখন ডেকে বলতো
কিসের হেথায় মেলা।
সুস্থ মামনি চলে গেল
অসুস্থ বাবার আগে,
বিধাতার ডাকে বন্ধ হলো
মা নাহি জাগে।
বাবার জায়গায় কবর হলো
কান্নায় সর্বদা থাকে,
বাবাও সেপথে চলে গেল
নাহি আর ডাকে।
মায়ের পাশে কবর দিলাম
আর হবেনা দেখা,
দোয়া করিও আল্লাহর গোলাম
স্বর্গে হোক থাকা।