গতকাল বুধবার বিকেলে উপজেলার লক্ষীকোলা গ্রামে এ দুর্ঘটনা টি ঘটে। নিহত শিশু টি লক্ষীকোলা গ্রামের ভুট্টুর মেয়ে।পারিবারিক সূত্রে জানা গেছে, ঐ দিন বিকেলে বাড়ির উঠানে বেঁধে রাখা হাঁসের সাথে খেলা করছিল মোবাশিরা। কিছুক্ষণ পরে প্রায় ঘন্টাখানেক ধরে শিশু টিকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন বিভিন্ন যায়গায় খোঁজা-খুজি শুরু করে। এরপর বাড়ির পার্শ্বে একটি পুকুরের পানিতে ডুবে মৃত অবস্থায় তার সন্ধান পায়।
রাণীনগর থানার ওসি (তদন্ত) তারেকুল ইসলাম বলেন, এ ঘটনায় রাণীনগর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।