আর কতো চায় তোমার
আর কতো চায়?
নিজেরটা নিয়ে তুমি কেন সুখী নয়?
বিধাতা তোমাকে দিয়েছেন অনেক বেশি,
তার দানে কেন তুমি হতে পারোনি খুশি?
আপনজন কে ফাঁকি দিয়েছো
কেড়ে নিয়েছো তাদের হক।
নিঃস্ব করে ভিখারী করেছো
তাতেও মিটেনি শখ?
ঘনিষ্ঠ জনদের বিতাড়িত করে
দখল করেছো ভূমি।
যুগ যুগ ধরে বাস করছো
পরের ভূমিতে তুমি!
ছাড়তে হবে শুনলে তোমার
মাথা হয় নষ্ট!
পরের জমি ফিরিয়ে দিতে
এতো বেশি কষ্ট?
জানতাম তুমি অনেক জ্ঞানী
সম্ভ্রান্ত ঘরের ছেলে!
এখন দেখি লোভী তুমি,
জ্ঞানশূন্য হও অন্যের সম্পত্তি পেলে!
বুদ্ধি তোমার অনেক বেশি
লোক ঠকানোর কাজে।
তোমার মতো মানুষের কি এমন করা সাজে?
থাকবে পড়ে সবাই নিচে
তুমিই হবে সেরা।
মনটা তোমার কেন এমন
বিদ্বেষেতে ভরা?
উপরে ওঠে কেউ যদি
নিজ যোগ্যতা বলে।
নামাতে চাও সেখান থেকে
নানা ছলে বলে!
ভেবে দেখো একটি বার
আজ আছো কাল নাই।
মিশে গেছো মাটির সাথে
চিহ্ন টুকু কোথাও নাই!
এমন কর্ম কেন তবে
ক্ষণিকের এই দুনিয়ায়?
অনেক ভালো কবিতা, শুভকামনা কবি কে