প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আজ শনিবার থেকে সারাদেশে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশের ন্যায় কালীগঞ্জ পৌরসভার মিলনায়তনে আজ শনিবার সকাল ০৯ টায় মিলনায়তন ভবনে গণটিকা কার্যক্রম শুরু হয়।
এই গণটিকা কার্যক্রমের শুভো উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজীম (আনার) এম পি মহাদোয় ও কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সাদিয়া জেরিন।
ভোর থেকে কালীগঞ্জ পৌরসভার মিলনায়তন ভবনের সামনে ভীড় জমায় টিকা নিতে আসা মানুষ। মিলনায়তনের নির্ধারিত কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সকলকে টিকা নিতে দেখা যায়। ঘোষণানুযায়ী আগামী ১২আগস্ট পর্যন্ত চলবে গণটিকার এই কর্মসূচী।
কালীগঞ্জ পৌরসভার মেয়র জনাব আশরাফুল আলম (আশরাফ) জানান, কালীগঞ্জে বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। সাধারণ মানুষ আগে ভয় পেত টিকা নিতে এ কারণে অনেকে আগে করোনার ভ্যাকসিন নিতে আগ্রহী হননি। এখন মানুষ বুঝতে পারছে, বাঁচতে হলে টিকার বিকল্প নেই। তাই সরকারের গণটিকা কেন্দ্রে মানুষ ভীড় করছে।