বিনোদন ডেস্কঃ প্রকাশ্যে এলো বর্তমান সময়ের জনপ্রিয় ফোক কণ্ঠশিল্পী কাজী শুভ’র নতুন মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘দুঃখ কোথায় থুই’। এই প্রজন্মের আলোচিত গীতিকার সাইফুল বারীর কথায় এবং রোহান রাজের সংগীতায়োজনে গানটির সুর করছেন হানিফ খান। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এএস মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।
নতুন এই গান প্রসঙ্গে গীতিকার সাইফুল বারী বলেন, শুভ ভাইকে মনে প্রাণে লালন করি। শুভ ভাই আমার গান গেয়েছেন এটার আমার জন্য অনেক বড় পাওয়া। আশাকরি গানটি সবার ভালো লাগে।কাজী শুভ বলেন, সাইফুল আমার কাছের ছোট ভাই। ও দারুণ গান লেখে। আমার ভক্ত শ্রোতাদের সবার এ গানটি ভালো লাগবে বলে বিশ্বাস করি।