এলাকার জনগনের মুখে জানতে পারাযায় যে গত ৫/৮/২১ইং তারিখে দুপুর ১২টায় নিতপুর পূর্ণভবা নদীতে সমুন গোসল করতে যায় ৷ গোসল করে
সমুন বাসায় না ফিরলে তাকে চারদিকে খুঁজা খুঁজি করে এলাকাবাসী৷ পরের দিন সকল ৯টায় অনেক খোঁজা খোজির পর তাকে নদী থেকে মৃত্যু উদ্ধার করেন এলাকা বাসি।
এবং তার মা সালেহা বেগম’কে নওগাঁ জেল হাজতে খবর দিলে নওগাঁ জেল পুলিশ পিকাপে করে নিয়ে আসেন তার মা কে গ্রামের বাড়ী নিতপুর মাষ্টার পাড়া ছেলে সুমন কে শেষ বারের মতো দেখার জন্য
মা সন্তান কে দেখতে এসে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েন, অজ্ঞান অবস্থায় তাকে পুলিশের পিকআপ ভ্যানে করে মহিলা পুলিশ দিয়ে তাকে উঠিয়ে নিয়ে যায়৷ সুমনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।