গণটিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন নওগঁা -০৬ আসনের(আত্রাই-রানীনগর) সাংসদ আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আ”লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাস আলী, সহ-সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাদল, যুগ্ম সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাবি জুয়েল, যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপি, ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রাং প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, উৎসাহ উদ্দীপনা আনন্দ ও উৎসব মুখর পরিবেশে চলছে টিকা দান কর্মসূচি।
টিকা নিতে আসা কাছে টিকা নেয়ার বিষয়ে জানতে চাইলে, তারা জানান, মাননীয় প্রধানমন্ত্রী টিকা দান কর্মসূচির ওয়ার্ড পর্যায়ে টিকা নিতে পেরে খুবই আনন্দিত ও খুশি। ঝামেলা বিহীন শুধু আইডি কার্ড সঙ্গে আনায় খুবই সহজ হয়েছে।
আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশ পরিনত হয়েছে। সরকারের সকল নির্দেশনা মেনে সামাজিক দুরুত্ব মেনে চলাচল করব। তাই আত্রাই-রানীনগর এলাকার মানুষকে দ্রুত করোনা ভ্যাকসিন দান কর্মসূচির আওতায় এনে কোভিড-১৯ টিকা দেয়া হবে।
আত্রাই উপজেলায় ৮টি ইউনিয়নে ১টি করে কেন্দে ৩টি বুথে এই গণ টিকাদান কর্মসূচির এক যোগে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।