বাংলাদেশ জিন্দাবাদ নবীন দল পাঁচবিবি উপজেলার সভাপতি নাজমুল হাসান এর শুভ জন্মদিন – তিনি বলেন – আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কল্যাণে আমি আজ “ভালো একটা যাগাতে আসতে পারছি-তিনি আরো বলে -আমি সবার কাছে দোয়া চাই, আমি যেন আমার জন্মকে সার্থক করতে পারি আমার কর্মের মাধ্যমে। অনুকরণীয় এমন কিছু যার মাধ্যমে মানবতা সামান্যতম হলেও উপকৃত হয়।
আ মজীবন চলার বাঁকে জন্মদিয়েছি কত রূপকথা, ছোট বড় গল্প আর নাটক। ছোট্ট একটা জীবনে কত ইতিহাসের সাক্ষী হয়ে আছি।! এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন। সেই জন্য আমি আমার সৃষ্টিকর্তা মহান রাব্বুল আল আমিনের কাছে দায়বদ্ধ। তিনি আমায় সৃষ্টি করেছেন তিনিই আমার রব।
প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি আনন্দের। আমার কাছেও তাই তেমনই। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতায় মানুষ আজ হতাশাগ্রস্থ। এই আবস্থা থেকে দেশ ও জাতি কে মুক্তি করতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদি দল এর হাত ধরে তা হবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন আজ থেকে মৃত্যুর এক বছর কাছাকাছি চলে এলাম! জীবনটা অনেক সুন্দর যদি সুন্দর করে দেখা যায়। তবে একথাও ঠিক বিচিত্র এই জীবনে বৈচিত্রময় হয়ে ওঠা অনেকটাই কঠিন। যারা হয়ে উঠতে পারে তাদেরকেই মানবজাতি সারাজীবন মনে রাখে।সভাপতি বলেন-আমার সহোয়োদ্ধা শুভাকাঙ্ক্ষী সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছে তাদের আবার ও ধন্যবাদ।তিনি শেষ দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন।