ঠাকুরগাঁওয়ে মাছ ধরা কারেন্ট জাল ব্যবসায়ী পেটালেন দৈনিক ইছামতী নিউজ এর স্টাফ রিপোর্টার মোঃ আকতারুল ইসলাম আক্তার নামে এক সাংবাদিককে। এ ঘটনায় আকতারুল ইসলাম আক্তার বাদি হয়ে রাণীশংকৈল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, আজ রোববার দুপুরে রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রি করতে আসেন ব্যবসায়ী মানিক। এসময় সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক আকতারুল ইসলাম আক্তার ছবি তুলতে গেলে তার উপর ক্ষিপ্ত হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই মানিক ও জুয়েলসহ ৮ থেকে ৯ জন সন্ত্রাসীরা লাঠিসোটা দিয়ে তাকে এলোপাথারি মারপিট করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মারপিটের অভিযোগ তুলে রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ করেন সাংবাদিক আকতারুল ইসলাম আক্তার ।
এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল জানান, মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।