গোলাম মোস্তফা ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ২৭ নভেম্বর সকাল ১১টায় আসন্ন ৩ ডিসেম্বর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মেলন ২০২২ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য এড. মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায়।
এসময় উপজেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র বাবু শশধর সেন,আওয়ামী লীগ নেতা মোজাহারুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ,মোতালেব দেওয়ান,বওলা কলেজের অধ্যক্ষ ড.মোঃ আব্দুল বাতেন খান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার,পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হাসান টিটু,মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি প্রমুখ উপস্থিত ছিলেন।