নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরকে নতুনভাবে স্বাগত জানাতে প্রতি বছরের ন্যায় এবছরও জনপ্রিয় কন্ঠশিল্পী এমডি রাহাত নিয়ে আসেছে তার নতুন মৌলিক গান “বেঈমান”।গানটির ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন মাত্রার একটি চিত্র ফুটিয়ে ধরেন ভিডিও পরিচালক আলামিন মাহমুদ গানটির গীতিকার ও সুরকার শিল্পী নিজেই করেছেন।মিউজিক কম্পোজিশনে ছিলেন এ প্রজন্মের প্রথম সারির বাংলাদেশের জনপ্রিয় মিউজিক কম্পোজার মুন্সি জুয়েল।গানটির মিউজিক ভিডিওর নির্দেশনায় ছিলো RAJ team & Dop তে ছিলেন মোঃ ইস্তিয়াক আহমেদ।গল্প নির্ভর এ গানটিতে মডেল হিসেবে প্রথমবারের মত ঝুটি বেধেছেন মডেল প্রকৃতি এবং আলামিন।বেঈমান গানটি রিলেজ পাবে ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় মোঃ রাহাত নামের একটি ইউটিউব চ্যানেলে।কন্ঠশিল্পী এমডি রাহাত বলেন,”বরাবরের মত এই গানটিও আমি গেয়েছি তরুন প্রজন্মের শ্রোতাদের কথা মাথায় রেখে। স্যাড ভার্সনের গানগুলোর চাহিদা বরাবরই বেশি এবং আমি এ ধরনের গানেই একটা প্রশান্তি খুঁজে পাই। দীর্ঘদিন বিরতীর পরে আবারও গান রিলেজ হচ্ছে। নতুন বছর উপলক্ষে শ্রোতারা ভালো একটি গান পাবে আশা করি। এটি আমার পক্ষ থেকে শ্রোতাদের জন্য নতুন বছরের উপহার। সবার মন ছুয়ে যাবে।
মডেল আল-আমিন বলেন, চমৎকার এই গানটিতে কাজ করতে পেরে আমার অনেক ভালো লেগেছে। গানটির গল্পের ক্ষেত্রে চরিত্র ফুটিয়ে তুলতে আমি অক্লান্ত পরিশ্রম করেছি। নতুন বছরে শ্রোতারা চমৎকার একটি গান পাচ্ছে।