প্রিয়তমা,ফুরিয়ে আসছে আমার সজীবতা
হয়তো গাছের শুকনো পাতার মতো
আমিও একদিন ঝরে পরবো মাটিতে
তখন হয়তো, তোমার সময় হবে না,
আমাকে কুড়িয়ে নিয়ে যত্নে রাখার
কারণ,,তখন আমি নিরস নিষ্প্রাণ।
প্রিয়তমা,যদি ফিরে দেখো সোনালী অতীত
তব মনে পরে সেই দিনগুলোর কথা,
যেমন গ্রীষ্মের তাপদাহে ক্লান্ত পরিশ্রান্ত
মানুষ খুঁজে স্বস্তির শ্বাস
তখনই উঁকি দেয়,,উদার বটগাছ
তার ছায়াতে মিলে প্রাণের আভাস।
প্রিয়তমা, তোমার জন্য আমিও তেমনই ছিলাম
যেমন ছিলো মানুষের পাশে গাছ।
ভুলটা আমারই ছিলো বেশি নিষ্ঠুর পৃথিবীতে, সাহায্য করলে তবেই খুশি,
বিনিময়ে দাতা পাবে কষ্ট বেশি বেশি।
জীবনের ক্রান্তিলগ্নে এসে আজ বুঝতে পারছি
প্রিয়তমা,বুঝেই লাভ বা কি?
আমি যে আমার সজীবতাকেই হারিয়ে ফেলছি,
তবু বিদায় বেলায় দেখে যেতে চাই
প্রিয়তমার ঐ মায়াভরা মুখের হাসি,
জানো প্রিয়, তোমায় আজও ভালোবাসি।।