আয়না বিবি গ্রীবাউঁচু করে, আকাশে মুখ তোলে……..।
কৃতজ্ঞতার তৃপ্ত হাসি হেসে বলে, অবশেষে……………………
বছরের পর বছর, পার হলে ও সম্বিত ফিরেছে,,নিজেকে আবদ্ধতার মায়াজাল থেকে সে
মুক্ত করেছে…………………..।
এবার পাহাড়ে কিনবো বাড়ি, লোকালয় থেকে দূরে,অনেক দূরে নিত্য কোলাহল,প্রিয়জনের নোংরা অভিনয়, সব-সব থেকে
সে আজ মুক্ত বিহঙ্গ………।
বাকীটা জীবন,, সমুদ্রের পাড় ধরে হাঁটবো,, কাল থেকে অনাদিকাল……………!
পাহাড়ের খাঁজে-খাঁজে করবো,, ভালবাসার চাষ……..
জোনাকির মায়াবী আলোয়,,করবো সুরা পান…….,,,
অশেষ কৃতজ্ঞতায় অবনত,, আয়না বিবি মুক্ত……………!