শাহ আলম জাহাঙ্গীর কুমিল্লা ব্যুরো চিফ:কুমিল্লার মুরাদনগরে আজ সোমবার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে ডায়নামিক সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত “ডায়নামিক এডুকেশন স্কলারশিপ -২০২২” এর পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. মনিরুজ্জামান। পুরস্কার হিসেবে ৬৩ জন প্রতিযোগীর মধ্যে মেধাস্থান প্রাপ্ত১০ জন শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহ আলম জাহাঙ্গীর, গণিত বিভাগের প্রধান মো. মোতাহের হোসেন, রামকৃষ্ণপুর কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ মনির হোসেন, সাবেক অভিভাবক সদস্য মো. মাসুদুল ইসলাম ভূইঁয়া, বৃত্তি ফাউন্ডেশন উদ্যোক্তা আমেরিকা প্রবাসী কাউছার আহমদের পিতা মো. মাঈনুদ্দিন আহমেদ ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. জহিরুল ইসলাম উল্লেখ্য যে, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র আমেরিকা প্রবাসী কাউছার আহমেদ-এর আর্থিক সহায়তায় ২০১৮ সাল থেকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে থাকে। অনুষ্ঠানে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, প্রতিযোগী শিক্ষার্থীদের অভিভাবক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. তাজুল ইসলাম।