ওরা তো মানুষ মেরেছে
ঝাঁকে ঝাঁকে পাখির মত,
ডানা ভেঙেছে অবাধ সময়;
কত রক্তাক্ত লাশ…!
হিসেব রেখেছে মানচিত্রের ক্ষত।
বুলেট শুধু বুলেট;
এ ফোঁড় ও ফোঁড়…!
হৃদপিণ্ড ছিঁড়ে পড়ে আছে;
অপেক্ষা তাজা খুনে;
কখন আসবে মুক্তির ভোর…!
ঐ বুঝি শোনা যায়…
বিপ্লবীর বিজয়ী স্লোগান-
“জয় বাংলা জয় বঙ্গবন্ধু”
তোমরা রবে হে বাঙালি বীর;
রবে চির অম্লান…!