লাতিফুল আজম,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:নীলফামারীর কিশোরগঞ্জে কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা,শীতবস্ত্র বিতরণ, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গৌরব,ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের, বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কার্যক্রম শুরু হয়।
২৩ জানুয়ারি ২০২৩ কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফিন সপু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আ’লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোখছেদুল মোমিন, প্রধান বক্তা জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল, বিশেষ বক্তা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার সহ সকল ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,বাংলাদেশের উন্নয়নে সরকার যে চমক দিয়েছে তা মানুষ আজীবন মনে রাখবেন। যারা উন্নয়নে বিশ্বাসী নয় তারাই দেশে জ্বালাও পোড়াও করে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সকল সংকটে ছাত্রলীগ মাঠে ছিল আগামীতেও দেশের এবং মানুষের কল্যাণে কাজ করে যাবে।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী ঘটে।