বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী ও ১১ জন জুয়াড়ি গ্রেফতার হয়েছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার বুড়ইল ইউনিয়নের চকরামপুর গ্রামের আলহাজ্ব আলীর বাড়িতে বেশ কিছুদিন ধরে জুয়ার আসর চলছিল, খবর পেয়ে গত সোমবার দিবাগত রাতে অভিযান চালায় থানা পুলিশ, এসময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগত টাকা সহ ১১ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, চকরামপুর গ্রামের আলহাজ আলী (৪০), কহুলী গ্রামের ইমরান হোসেন (৩২), একই গ্রামের ওমর ফারুক (২৮), আলতাব হোসেন (৪০), কামুল্ল্যা গ্রামের রমজান আলী (২৫), আব্দুর রহিম (৪০), মোফাজ্জল হোসেন (৩৫), নুরুজ্জামান (৪২), সিংজানী গ্রামের মিলন (২৫), ভদ্র দিকি এলাকার আক্কাস আলী (২২) ও কুন্দার হাটের সাদেক আলী (৩২)। তাদের নামে জুয়া আইনে মামলা হয়েছে। অপরদিকে মাদক বিরোধী অভিযানে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রাম জায়দারপাড়ার মৃত মনতাজ আলীর ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল জলিল কে ৪০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে এছাড়াও উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতামাঝগ্রাম দিঘিরপাড়া এলাকার মৃত অসীম উদ্দিনের ছেলে আনিছুর রহমান কে ৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গবার (১০ আগস্ট) আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।